Brown Fish Owl, ভুতুম পেঁচা, Ketupa zeylonensis .
Brown Fish Owl Facts অ নেক পাখিই মাছ খায়, দোষ হয় মাছরাঙার। পেঁচাও মাছ খায়, ঠিকই শুনেছেন পেঁচাও রীতিমত জল থেকে মাছ ধরে খায়। যারা পাখি নিয়ে চর্চা করেন বা পাখির ছবি তোলেন তাঁঁরা ছাড়া বেশিরভাগ মানুষই পেঁচা বলতে কেবল লক্ষ্মীপেঁচা ও কোঠরে পেঁচাকেই চেনেন, কিন্তু আমার উলুবেড়িয়া সংলগ্ন এলাকাতেই আমি চার প্রকার পেঁচার ছবি তুলেছি। উলুবেড়িয়ার পেঁচা নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য কোন সময়। আজ আমি যে পেঁচাটি নিয়ে আলোচনা করব সেটি একটি মাছ খেকো পেঁচা। Brown Fish Owl , ভুতুম পেঁচা, বিজ্ঞানসম্মত নাম Ketup zeylononsis . আমার Uluberia Outskirts এ পাওয়া পাখির মধ্যে আরো একটি মূল্যবান সম্পদ এই ভুতুম পেঁচা। বাংলা নামের সাথে পেঁচাটির অনেক মিল আছে । কারণ রাতের অন্ধকারে কোন শুনশান জায়গা দিয়ে যাবার সময় যদি এই প্যাঁচার ডাক শোনেন তাহলে গায়ে কাঁটা দেবেই। বেশ ভারী গলায় কিছুটা সময়ের ব্যবধানে কখনো হু - হু - হু আবার কখনো ভুত্ - ভুত্ - ভুতম করে ডাক দেয়। চোখের চাহুনিও যে কোনো মানুষের কাছে ভয়ের কারণ হতে পারে। কিন্তু বাস্তবে পেঁচাটি ভীষণ নিরীহ ও মানুষের উপকারী। আবা...