Posts

Showing posts from August, 2020

Indian Pitta, দেশি শুমচা, नवरंग, Pitta brachyura.

Image
INDIAN PITTA FACTS যে পাখির ছবি তুলে আমি এই নেশায় আসক্ত হয়ে ছিলাম তাকে নিয়েই আমার আজকের ডায়েরি লেখা। Indian Pitta , দেশি শুমচা,  বর্ণালী, বিজ্ঞান সম্মত নাম Pitta brachyura , হিন্দিতে নবরঙ্গ । সাল 2016 প্রথম এই পাখির ডাক আমাকে আকৃষ্ট করে, তার সাথে ছিল রঙের বাহার । যারা পাখির ছবি তোলেন তাঁঁদের wish list   এর একদম ওপরের দিকেই থাকে এই পাখির স্থান। যতবারই এর ছবি তুলে থাকুননা কেন , বারবার চুম্বকের মত টানে । প্রথম যেদিন এই পাখিটিকে আমাদের বাড়ির পিছনের বাগানে দেখতে পাই ঠিক তার পরের দিন থেকে দূর-দূরান্তের অনেক দাদা দিদি এই পাখির ছবি তুলতে আমার বাড়ি এসেছিলেন। তাঁদের এই উন্মাদনা দেখেই আমার আগ্রহ বহুগুণে বেড়ে  গিয়েছিল। তখন আমার ছোট লেন্স, পাখিও ছোট, তাই খুব ভাল ছবি না হলেও যেহেতু পাখিটা ছিল আকর্ষণীয়, তাই আমিও  ছবি তুলতে আগ্ৰহ পাই। বাড়ির ছাদ থেকেও বেশ কয়েকটা ছবি তুলেছিলাম মনে আছে। আবাস স্থল ও বিচরণক্ষেত্র , Indian Pitta habitat & distribution : শীতকালে দক্ষিণ ভারতে এবং গ্রীষ্মকালে হিমালয়ের পাদদেশ থেকে পশ্চিমে মহারাষ্ট্র ও পূর্ব ভারতের বি...